ইভিএম এখনো সবার আস্থাভাজন হতে পারেনি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ছবি: স্টার

ইভিএম এখনো সবার আস্থাভাজন হতে পারেননি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, 'আমরা (ইভিএম নিয়ে) ৫টা মিটিং করেছি। এটি পুরোপুরি (সবার) আস্থাভাজন হতে পারিনি। আরও মিটিং হবে। সেখানে পর্যালোচনা করবো।'

'আমরা বলেছি, ইভিএম নিয়ে সবার আস্থা অর্জন করতে চাই। আগামীকালও কারিগরি মিটিং হবে,' উল্লেখ করে সিইসি বলেন, 'নির্বাচনকে প্রহসনে রূপান্তরের কোনো ইচ্ছে আমাদের নেই। এটা আমরা অন্তর থেকে বলছি। (আমরা চাই) সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সুস্থধারা অব্যাহত থাকুক।'

মাদারীপুরে নির্বাচন কমিশনার আনিছুর রহমানের 'ইভিএমে ত্রুটি ধরলে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছেন সিইসি' প্রসঙ্গে কাজী হাবিবুল আউয়াল বলেন, 'সিইসি ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছেন—এটা উদ্ভট কথা। সিইসি এ ধরনের কথা বলতেই পারেন না।'

তার মতে, 'এটা কমিশনের বক্তব্য নয়। কমিশনের কোনো কর্মচারীও এ কথা বলেননি। কমিশনার তো দূরের কথা, (তিনি তা) বলতে পারেন না।'

কাজী হাবিবুল আউয়াল জানান, নির্বাচন কমিশনারদের কথা বলার ক্ষেত্রে সতর্ক ও দায়িত্বশীল হওয়া উচিত।

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান সেসময় উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

New Hampshire hamlet tied in first US Election day votes

Kamala Harris and Donald Trump each got three ballots in the tiny community in the northeastern state of New Hampshire

17m ago