বিএনপি নির্বাচনে অংশ না নিলে অপূর্ণতা থেকে যাবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তবে একটি অপূর্ণতা থেকে যাবে।’
সিইসি
সিইসি কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, 'বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তবে একটি অপূর্ণতা থেকে যাবে।'

মঙ্গলবার রাতে বরিশাল বিভাগের আঞ্চলিক ও জেলা নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি হাবিবুল আউয়াল বলেন, 'কোন দলকে জোর খাটিয়ে আমরা নির্বাচনে আনতে পারব না। আমাদের সিনসিয়ার আপিল, আমারা দুইবার চিঠি দিয়েছিলাম। উনাদের সম্পূর্ণভাবে আমাদের ওপর, সরকারে ওপর অনাস্থা আছে।'

তিনি বলেন, 'বিএনপির যে নির্বাচনে আসা প্রয়োজন, সেটি সরকারের তরফ থেকেও বলা হচ্ছে। সরকার অনুধাবন করে যে নির্বাচন অংশগ্রহণমূলক হতে হলে বিরোধী দল প্রয়োজন। বিএনপি একটি অন্যতম বিরোধী দল, এ বিষয়ে সন্দেহ নেই। বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তবে একটি অপূর্ণতা থেকে যাবে।'

নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে সিইসি বলেন, 'এখন পর্যন্ত ইভিএমে ভোট হচ্ছে তা বলছি না। আমাদের এখন পর্যন্ত যা সামর্থ্য আছে তা ৫০-৬০টি। আমরা যে প্রজেক্ট দিয়েছি, তা বলতে পারছি না সময়মতো পাবো কি না। যদি একটি ভোটও ইভিএমএ করতে না পারি, তবে ৩০০ আসনে ব্যালটের মাধ্যমে ভোট করার সামর্থ্য আমাদের আছে। ইভিএম যদি পাই ওয়েল অ্যান্ড গুড।'

সরকার ইভিএম পরীক্ষা-নিরীক্ষা করছে জানিয়ে তিনি আরও বলেন, 'ইভিএম যদি পেতাম, খুব ভালো হতো। যদিও পাবলিক একটি নেগেটিভ পারসেপশন করে ফেলেছে। এত নির্বাচন হয়ে গেছে, ইভিএম নিয়ে এই ধরনের কোনো অভিযোগ পাইনি।'

বরিশালের জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। মতবিনিময় সভায় বরিশাল বিভাগের সব পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Professor Muhammad Yunus for a road map to the reforms and the next general election.

1h ago