৩ মাসের শিশু কোলে নিয়ে স্বামীর অপেক্ষায় রেশমী

২ ছেলেকে নিয়ে চমেক হাসপাতালে স্বামীর খোঁজে রেশমী। ছবি: সঞ্জয় কুমার বড়ুয়া/ স্টার

৩ মাসের ছেলেকে কোলে নিয়ে ও ৬ বছরের ছেলেকে পাশে বসিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বসেছিলেন রেশমী। তিনি শহরের দেওয়ানহাটের মনসুরাবাদ থেকে এখানে এসেছেন স্বামী শাহজাহানের (২৮) খোঁজে।

আজ সোমবার সকালে রেশমী দ্য ডেইলি স্টারকে জানান, তার স্বামী কাভার্ডভ্যানচালক।

তিনি বলেন, 'গত শনিবার রাতে স্বামীর সঙ্গে শেষ কথা হয়। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।'

রেশমী আরও বলেন, 'ঘটনার পর থেকে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটোছুটি করছি। কোথাও কোনো সংবাদ পাচ্ছি না। কী করবো তাও ভেবে পাচ্ছি না।'

'তারা যদি ডিএনএ পরীক্ষার জন্য নমুনা নেয়, সেই আশায় এখন সন্তানদের নিয়ে মেডিকেলে (চমেক) এসেছি,' যোগ করেন তিনি।

Comments