সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: শোকে স্তব্ধ শোবিজ

প্রায় ১৭ ঘণ্টা পেড়িয়ে গেলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। ছবি: স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অনেক মানুষের স্বপ্ন। ১..২.. করে দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি। এ ঘটনায় শোকে স্তব্ধ শোবিজের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন তারা।

অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ফেসবুক পোস্টে লিখেছেন, 'চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন। দয়া করে তাদের সাহায্যে আসুন।'

সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ লিখেছেন, 'সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে এত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীরভাবে শোকাহত।'

অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, 'সীতাকুণ্ডে মর্মবিদারী ঘটনা ঘটল, ভাষায় সে শোক প্রকাশের সাধ্য আমার নেই। এতগুলো মানুষের আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিছক মানুষের অবহেলায় এমন দুঃখজনক মৃত্যু যে পর্যন্ত আমরা রোধ করতে না পারব, তত দিন অব্দি কী করে আমরা নিজেদের সভ্য আর মানবিক বলে দাবি করতে পারি? সবার লড়াইয়ে, সংগ্রামে, সহযোগিতায় সে দীর্ঘ পথ আমাদের অবশ্যই পাড়ি দিতে হবে। এখনো পর্যন্ত সর্বগ্রাসী সেই আগুন নেভানো যায়নি। দমকল বাহিনীর ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করে চলেছেন। আহতদের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় কর্তব্য। চট্টগ্রামের মানুষ ছুটে যাচ্ছে, রক্ত দিচ্ছে, সহযোগিতার হাত বাড়াচ্ছে। যত মানুষ যুক্ত হবে, ততই ভরসা। সেই আবেদন জানাই সবাইকে।'

শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, 'চট্টগ্রাম ট্র্যাজেডিতে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। প্রকৃত বীর এবং মানবতার সাহসী যোদ্ধাদের সেলুট।'

অভিনেতা আরিফিন শুভ লিখেছেন, 'চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতদের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন, আশপাশে যারা আছেন দ্রুত সহযোগিতা করুন।'

কণ্ঠশিল্পী আসিফ আকবর লিখেছেন, 'সীতাকুণ্ড ট্র্যাজেডি জাতীয় দুর্যোগ। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করি। মহান আল্লাহর কাছে সাহায্য চাই। উদ্ধার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকসহ প্রশাসনের সংশ্লিষ্টদের জন্য শুভকামনা।'

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, 'চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে কোনো আহত ব্যক্তির জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলে কমেন্টে জানাবেন। আমি পেজে পোস্ট করবো যেন সেই গ্রুপের কেউ গিয়ে সঙ্গে সঙ্গে রক্ত দিতে পারেন।'

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ফেসবুকে প্রথম পোস্টে লিখেছেন, 'অসংখ্য অ্যাম্বুলেন্স জরুরি প্রয়োজন। চট্টগ্রামের সবকটি সরকারি, বেসরকারি হসপিটালের অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দ্রুত সীতাকুণ্ডে যেতে বলা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক রক্তের প্রয়োজনও হতে পারে। স্থানীয়রা প্লিজ রক্তদানে চমেকে আসুন। সবাই দোয়া করুন সীতাকুণ্ড এলাকার বাসিন্দাদের জন্য।'

ফেসবুকে আরও একটি পোস্ট দিয়ে মেহজাবীন লেখেন, 'আমাদের ফায়ার ফাইটারদের স্যালুট।'

চিত্রনায়ক সাইমন সাদিক তার ফেসবুক পোস্টে লিখেছেন, 'পানির ওপর হাঁটলেও জুতায় আগুন ধরে যাচ্ছে। সীতাকুণ্ডে। আল্লাহ মাফ করুন।'

গীতিকার-অভিনেতা মারজুক রাসেল লিখেছেন, 
'নিরাপদ 'অন্ন' চাই।
নিরাপদ 'বস্ত্র' চাই।
নিরাপদ 'বাসস্থান' চাই।
নিরাপদ 'শিক্ষা' চাই।
নিরাপদ 'চিকিৎসা' চাই।
নিরাপদ 'দেশ' চাই।'

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

On October 9, former prime minister Sheikh Hasina, Shomi Kaiser, folk singer and former lawmaker Momtaz Begum, former minister Tarana Halim, and 13 others were sued for attempting to kill a BNP activist -- Syed Hasan Mahmud -- in June 2022

1h ago