সীতাকুণ্ড বিস্ফোরণ, এখনো ৪ শতাধিক কনটেইনারে জ্বলছে আগুন

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুন। ছবি: রাজীব রায়হান/স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক মানুষ দগ্ধ হয়েছেন। রাত ৩টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ডিপোটিতে প্রায় ৪০০ কনটেইনারে আগুন জ্বলছিল।

সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় বেসরকারি বিএম কনটেইনার লিমিটেডের ডিপোতে শনিবার রাত ৯টার দিকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্র নিশ্চিত করেছে।

ডিপো সূত্রে জানা গেছে, এখানে প্রায় ১ হাজার কনটেইনার আছে। এর মধ্যে রাত ৩টার দিকে অন্তত ৪০০ কনটেইনার আগুন জ্বলতে দেখা গেছে।

ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট তখনো আগুন নির্বাপণে কাজ করছিল বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

আগুন নেভানোর জন্য পর্যাপ্ত পানির অভাব দেখা গেছে। ছবি: মোহাম্মদ সুমন/স্টার

তবে ডিপো থেকে ট্রাকগুলোকে নিরাপদ স্থানে সরাতে গিয়ে বাধা পড়ছে অগ্নিনির্বাপণ কাজ। নির্বাপণ কাজে ব্যবহৃত হোস পাইপ ট্রাকের চাকায় চাপা পড়ে পানি সরবরাহ বন্ধ হয়ে যেতে দেখা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইন-চার্জ আশেকুর রহমান বলেন, আহতদের মধ্যে ৪০ জনকে হাসপাতালের বিভিন্ন ইউনিটে আনা হয়েছে। আরও আহত রোগী হাসপাতালে আসছেন।

রাত পৌনে ২টার দিকে ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের রিপোর্টার জানান, ডিপোর ভেতরে তখন অন্তত দুই শ কনটেইনারে আগুন জ্বলছিল। ডিপোর আশপাশের নালাগুলোতে রাসায়নিক পদার্থ ভাসতে দেখা যায়।

ফায়ার সার্ভিসের কর্মীরা ডিপোর প্রবেশ পথের আশপাশের কনটেইনারগুলোর আগুন নেভানোর চেষ্টা করছিলেন। এর পর আরও বেশ কয়েক সারি কনটেইনারে আগুন জ্বলতে দেখা যায়।

ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর পাশাপাশি বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। তারা জানান, এই ডিপোতে দিনে ২৪ ঘণ্টাই কাজ চলে। যখন আগুনের সূত্রপাত হয় তখনো এখানে কাজ চলছিল। ফলে কত জন শ্রমিক এখানে আটকে পড়েছেন তা আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এই ডিপোর বেশিরভাগ কনটেইনারে রপ্তানিমুখী পণ্য আছে বলে ডিপো সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

1h ago