রংপুরে ডাম্পট্রাক চাপায় অটোরিকশার ৫ আরোহী নিহত
রংপুরে ডাম্পট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ শরেয়ারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অটোরিকশায় ৮ জন যাত্রী পীরগাছা উপজেলার চৌধুরানী থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে।
নিহতরা হলেন- অটোচালক রাজা মিয়া (৪৬), জান্নাত মাওয়া (৪), গীতা রানী (৬০) ও শাহজাহান মিয়া (৫৫)। আরেকজনের নাম ও পরিচয় জানা যায়নি।
চিকিৎসকের বরাত দিয়ে ৫ জনের মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদ উল আলম।
তিনি জানান, ডাম্পট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই দু'জন নিহত হন। আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার দুই ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পীরগাছার চৌধুরাণী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি রংপুরে আসছিল। অপরদিকে রংপুর থেকে ডাম্পট্রাকটি পীরগাছার দিকে যাচ্ছিল। তারা শরেয়ারতল এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ধরণী (৩০) ও নবাব আলী (৫৭)।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে আরও ৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় চালকসহ ডাম্পট্রাকটি জব্দ করা হয়েছে।
Comments