বিএম ডিপোর ধ্বংসস্তূপে পাওয়া গেল মাথার খুলি, হাড়
সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর ধ্বংসস্তূপের ভেতর মানুষের মাথার খুলি, হাড় পাওয়া গেছে।
আজ বুধবার সন্ধ্যায় ডিপোর বিস্ফোরণস্থলের কাছে ফায়ার সার্ভিস কর্মীরা এগুলো খুঁজে পায়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'অগ্নিনির্বাপক কর্মীরা সন্ধ্যা ৭টার দিকে ক্ষতিগ্রস্ত কনটেইনারগুলো সরিয়ে নেওয়ার সময় ধ্বংসাবশেষের ভেতরে মানুষের মাথার খুলি ও হাড় খুঁজে পেয়েছে।'
'সেগুলো ১০ ফিট দূরে পড়ে ছিল,' বলেন তিনি।
পুলিশের ধারণা মাথার খুলি ও হাড় একই মানুষের হতে পারে। সে ক্ষেত্রে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে গিয়ে ৪৫ হলো।
সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম ডেইলি স্টারকে বলেন, 'এগুলো একজন মানুষের দেহাবশেষ হতে পারে। হাড় ও খুলি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'
গতকাল মঙ্গলবার সকালেও ডিপোর ধ্বংসস্তূপ সরানোর কাজ চলাকালে ফায়ার সার্ভিস কর্মীরা ২টি পোড়া মরদেহের অংশবিশেষ উদ্ধার করে।
Comments