এখনো ধোঁয়ায় আচ্ছন্ন সীতাকুণ্ডের বিএম ডিপো

বিএম ডিপোর ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। ছবিটি গতকালের তোলা। ছবি: স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ৩ দিন পেরিয়ে গেলেও এখনো ডিপোর ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। চারদিক পোড়া গন্ধে আচ্ছন্ন হয়ে আছে।

আজ বুধবার ডিপোর ভেতর গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। সকালে শুধু ডিপোর কর্মচারীরা প্রবেশ করেছেন।

ছবি: স্টার

সেনাবাহিনী সূত্র জানায়, ডিপোর ভেতর সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেলের নেতৃত্বে তদন্ত কমিটি কাজ করছে। সেখানে ধ্বংসস্তূপের ভেতর থেকে আলামত সংগ্রহ করছেন কমিটির সদস্যরা। 

ছবি: স্টার

আগুন নেভানোর দায়িত্বে থাকা ফায়ার সার্ভিস ও নৌবাহিনী সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, কনটেইনারের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। এ ছাড়া, এখন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কনটেইনারগুলো সরিয়ে নেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English

5 bodies recovered from launch in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

13m ago