বাংলাদেশ ব্যাংক ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনের ৪ তলার আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার খবর পেয়ে বিকেলে ৬টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল সেখানে পৌঁছায় এবং মতিঝিল টহল ইউনিট তাৎক্ষনিক কাজ শুরু করে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ফ্রিজের বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দল কাছাকাছি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনেন।'
Comments