নিকলী হাওরে ডুবে যুবকের মৃত্যু, ২ জনকে জীবিত উদ্ধার

পানিতে ডুবে
স্টার অনলাইন গ্রাফিক্স

কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে আকাশ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও এলাকাবাসী পানিতে তলিয়ে যাওয়া তুহিন (২৫) ও হাসিব (২৬) নামে ২ যুবককে জীবিত উদ্ধার করেছেন।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে নিকলী হাওরের কুর্শা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানিয়েছে, আকাশের বাড়ি ঢাকায়। তুহিনের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ও হাসিবের বাড়ি পটুয়াখালী জেলায়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ৯টার দিকে ৩ বন্ধু নিকলী হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। তথ্য পেয়ে নিকলী ফায়ার সার্ভিস কর্মীরা এলাকাবাসীর সহায়তায় ৩ জনকে উদ্ধার করে। এরপর মধ্যে একজনকে মৃত ও দুজনকে জীবিত উদ্ধার করা হয়।

আবুজর গিফারী আরও বলেন, ওই দুজনকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

3h ago