ঝুঁকি নিয়ে ঈদযাত্রা: মা, বোনের পর মারা গেল শিশুটিও

পরিবারের ৪ সদস্য মিলে একটি মোটরসাইকেলে করে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক মো. হোসেন (৪০) আহত এবং তার স্ত্রী বিউটি বেগম (৩৫), মেয়ে ফাহিমা আক্তার (১৫) ও ছেলে সাইফুল ইসলাম (৩) নিহত হয়েছেন।
দিনাজপুর
স্টার ডিজিটাল গ্রাফিক্স

পরিবারের ৪ সদস্য মিলে একটি মোটরসাইকেলে করে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক মো. হোসেন (৪০) আহত এবং তার স্ত্রী বিউটি বেগম (৩৫), মেয়ে ফাহিমা আক্তার (১৫) ও ছেলে সাইফুল ইসলাম (৩) নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ৫টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজের সামনে হাউজিং মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আহত মো. হোসেন বর্তমানে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

জানা গেছে, মো. হোসেন মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার স্ত্রী ছোট ছেলেকে কোলে নিয়ে পেছনে বসেছিলেন। তাদের মাঝে ছিলেন মেয়ে ফাহিমা। দিনাজপুরের বিরল উপজেলা থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে চাপাইনবাবগঞ্জের ভোলারহাট উপজেলায় ঈদ করতে যাচ্ছিলেন তারা। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী ট্রাকের ওপর আছড়ে পরলে ঘটনাস্থলে মা-মেয়ে নিহত হন।

পরে আহত অবস্থায় মো. হোসেন ও তার ছোট ছেলে সাইফুল ইসলামকে হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। 

মো. হোসেনের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার ফারাক্কাবাদ গ্রামে। তিনি দিনাজপুরের বিরল উপজেলার তেঘরা দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন।

পুলিশ জানিয়েছে, আজ বিকেলে পরিবারের কাছে ৩ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

1h ago