কনটেইনার থেকে ধোঁয়া, চট্টগ্রাম বন্দরে আতঙ্ক

চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের জেটিতে ভেড়ানো সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজ থেকে একটি কনটেইনার নামানোর সময় ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার কর্মীরা। 

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বন্দরের নিউমুরিং টার্মিনালের ২ নম্বর জেটিতে থাকা জাহাজ এম ভি কোটা রাজিনে এই ঘটনা ঘটে।

দ্রুত কন্টেইনারটি গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে জেটিতে নামিয়ে ইয়ার্ডে আলাদা করে রাখা হয়।

এ ঘটনার ঘণ্টা দেড়েক আগে বন্দরের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের একটি প্রতিনিধি দল। 

জাহাজটির দেশীয় এজেন্ট প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইন (পিআইএল) বিডি-এর ম্যানেজার (অপারেশন) মাহাতাব উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, আমদানি পণ্যবাহী ৪৭১ একক কনটেইনার নিয়ে আসা এমভি কোটা রাজিন জাহাজটি বিকেলে বন্দরের নিউমুরিং টার্মিনালের ২ নম্বর জেটিতে ভেড়ানো হয়। পণ্য খালাস শুরু হলে হঠাৎ একটি কনটেইনার থেকে ধোঁয়া বের হতে থাকে। 

তিনি আরও বলেন, এ সময় টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেকের কর্মীরা গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে দ্রুত কনটেইনারটি জাহাজ থেকে নামিয়ে নিরাপদে সরিয়ে নেয়।

কনটেইনারটিতে মৎস্যখাদ্য আমদানি করা হয়েছে বলে জানান তিনি। 
 
এ ছাড়া কনটেইনারটিতে কোন আগুন দেখা যায়নি বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

9h ago