এবার পাহাড়তলীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ট্রেনে কাটা পড়ে পিন্টু দাস (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মুকুর চাকমা দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পিন্টু নামে ওই ব্যক্তি রেললাইন ধরে হাঁটছিলেন। সে সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The Inspector General of Police (IGP) has issued a comprehensive new dress code titled Police Dress Rules, 2025, detailing rank-wise uniforms and accessories for all Bangladesh Police members.

3h ago