‘ইনি কি আপনাদের কেউ’

স্বেচ্ছাসেবকরা এই ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে চেষ্টা করছেন। ছবি: এফ এম মিজানুর রহমান

দুপুর সোয়া ১টা। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের হাজারো মানুষের ভিড়। সবাই যখন নিখোঁজ স্বজনদের খোঁজ পেতে মরিয়া, এমন সময় ঘটলো একটি বিপরীত ঘটনা।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে গতকাল শনিবার বিএম কনটেইনার ডিপোর আগুনে পোড়া এক দেহ পড়ে আছে মর্গে। চেহারা দেখে ব্যক্তিটিকে শনাক্তের কোনো উপায় নেই।

তবে তার প্যান্টের পেছনের পকেটে পাওয়া যায় মানিব্যাগ। সেখানে পাওয়া যায় একটি ছবি।

ধারণা করা হচ্ছে ছবিটি সেই হতভাগ্য ব্যক্তির। কিন্তু চেহারা এমনভাবে পুড়েছে যে নিশ্চিত হওয়া যাচ্ছে না কিছুতেই।

তাই হাসপাতালে এক স্বেচ্ছাসেবী সেই ছবিটি নিয়ে আজ ঘুরছেন। যেখানেই মানুষের জটলা সেখানেই যাচ্ছেন তিনি। ছবিটি দেখিয়ে জানতে চাচ্ছেন তিনি কারো পরিচিত কিনা। প্রশ্ন রাখছেন, 'ইনি কি আপনাদের কেউ?'

এ দিকে, চমেক হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, অজ্ঞাত মরদেহগুলো চিহ্নিত করা হচ্ছে। পরে সেগুলো মর্গে পাঠানো হবে।

তারপর মরদেহগুলোর ডিএনএ পরীক্ষা করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তারা।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

1h ago