৬ বছরের শিশু ধর্ষণচেষ্টা মামলায় রিকশাচালক গ্রেপ্তার

Child rape logo
স্টার অনলাইন গ্রাফিক্স

ফেনীর দাগনভূঞায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের মামলায় রবিউল হক (৪৫) নামের এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

আজ রোববার তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানোা হয়েছে।

শিশুটিকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, গতকাল শনিবার সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির সামনে খেলছিল। এ সময় রিকশাচালক রবিউল হক তাকে চকলেট খাওয়ানোর কথা বলে পাশের আরেকটি জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টা চালান। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়।

এ ঘটনায় রাতেই নারী ও  শিশু নির্যাতন দমন আইনে দাগনভূঞা থানায় মামলা করে শিশুর পরিবার। এরপর পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সালাম নগর থেকে রবিউল হককে গ্রেপ্তার করে।

Comments

The Daily Star  | English
Yunus speech at Earthna Summit 2025 in Doha

No one too poor to dream, no dream too big to achieve: Yunus

He says in his keynote speech at Earthna Summit 2025 in Doha

1h ago