৬৪ প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা ভোক্তা অধিদপ্তরের
ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৬৪ প্রতিষ্ঠানকে ৯ লাখ ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার ঢাকা মহানগরের চকবাজার, শেওড়াপাড়া বাজার, মধ্য বাড্ডাসহ দেশব্যাপী মোট ৩৭টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজু্মারস এসোসিয়েশন অফ বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা অধিদপ্তরকে অভিযানে সহযোগিতা করেন।
Comments