২৪০০ আনসার সদস্যের চাকরি পুনর্বহাল প্রশ্নে আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি
১৯৯৪ সালে আনসার বিদ্রোহের পর বরখাস্ত হওয়া প্রায় ২ হাজার ৪০০ আনসার সদস্যকে চাকরিতে পুনর্বহালের জন্য সরকারকে নির্দেশ দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল ও লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
তবে আজ মঙ্গলবার রায়ের পর্যবেক্ষণগুলো প্রকাশ করেননি সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৩ সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চ জানান, রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর পর্যবেক্ষণগুলো জানা যাবে।
বেঞ্চের অপর ২ সদস্য হলেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম ইনায়েতুর রহিম।
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আনসার-ভিডিপির মহাপরিচালক ও রাষ্ট্রপক্ষের দায়ের করা পৃথক ৩টি আপিল ও ৩টি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) আবেদনের শুনানি শেষে এ রায় দেন সর্বোচ্চ আদালত।
বরখাস্ত হওয়া আনসার সদস্যদের আইনজীবী মো. সালাহ উদ্দীন দোলন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আদালত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন মঞ্জুর করেননি, তাই এ রায় আমার মক্কেলদের জন্য ইতিবাচক।'
'আদালতের রায়ের লিখিত অনুলিপি প্রকাশের পর আনসার সদস্যদের ভাগ্য জানা যাবে', যোগ করেন তিনি।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আনসার-ভিডিপির মহাপরিচালকের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল উল আলম ও কামরুল হক সিদ্দিকী।
অপরদিকে, আনসার সদস্যদের পক্ষে আইনজীবী মো. সালাহ উদ্দীন দোলন, মোমতাজ উদ্দিন ফকির ও অনীক আর হক শুনানি করেন।
চাকরি হারানো ২ হাজার ৪০০ জনের বেশি আনসার সদস্যের করা পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৭ ও ২০১৮ সালে হাইকোর্ট তাদের পুনর্বহালের নির্দেশনা দিয়ে রায় দেন।
রিট আবেদনকারীদের মধ্যে যাদের বয়স ও শারীরিক সক্ষমতা রয়েছে, পরবর্তী ৪ মাসের মধ্যে তাদের চাকরিতে পুনর্বহাল করতে নির্দেশ দিয়ে রায় দিয়েছিলেন হাইকোর্ট।
Comments