প্রধান বিচারপতিকে পদত্যাগের আল্টিমেটাম, সুপ্রিম কোর্ট ঘেরাও

প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে সুপ্রিম কোর্ট ঘেরাও করেছে আন্দোলনকারীরা। ছবি: পলাশ খান/ স্টার

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট ঘেরাও করেছে আন্দোলনকারীরা।

দুপুর ১টার মধ্যে প্রধান বিচারপতিকে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়েছে অন্যথায় তার বাসভবন ঘেরাও করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

আজ শনিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ডাক দেয়। সেইসঙ্গে দেশের প্রতিটি জেলাকোর্ট, জজকোর্ট ও বিচারপতিদের বাসভবন ঘেরাও করা হবে বলেও জানানো হয়।

ছবি: স্টার

সকাল ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ফ্যাসিবাদী বিচারব্যবস্থাকে আজ সমূলে উৎখাত করবে বাংলাদেশ।

প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট ঘেরাও করেছে শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

এর আগে সকালে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডাকা হলেও পরে সেটি অনুষ্ঠিত হয়নি।

সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে এই ফুল কোর্ট সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সুপ্রিম কোর্ট ঘেরাও। ছবি: আনিসুর রহমান/ স্টার

আজকের ফুল কোর্ট সভা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বতীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে বিনা শর্তে প্রধান বিচারপতিকে পদত্যাগ ও ফুল কোর্ট মিটিং বন্ধ করার দাবি জানান তিনি।

Comments

The Daily Star  | English

Postgrad doctors block Shahbagh demanding stipend hike

The blockade resulted in halt of traffic movement, causing huge suffering to commuters

1h ago