দাবি পূরণ হচ্ছে, সুপ্রিম কোর্টে ধ্বংসযজ্ঞে জড়াবেন না: শিক্ষার্থীদের আইন উপদেষ্টা

দাবি পূরণ হচ্ছে, সুপ্রিম কোর্টে ধ্বংসযজ্ঞে জড়াবেন না: শিক্ষার্থীদের আইন উপদেষ্টা
আসিফ নজরুল | ছবি: ফেসবুক থেকে নেওয়া

শিক্ষার্থীদের প্রধান বিচারপতির পদত্যাগ দাবি পূরণ হচ্ছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার ড. আসিফ নজরুল, ধ্বংসযজ্ঞে জড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, 'আমাদের ছাত্র-জনতা যারা সুপ্রিম কোর্টে প্রবেশ করেছেন। আপনাদের কাছে আমার আকুল অনুরোধ, আপনারা শান্তভাবে অবস্থান করেন। আপনারা যে দাবিতে এখানে এসেছেন, যে ক্ষোভ থেকে এসেছেন, সেই দাবি অচিরেই পূরণ হচ্ছে বলে আমি খবর পেয়েছি। আপনারা শান্তভাবে অবস্থান করেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো অবস্থাতেই সুপ্রিম কোর্টের কোনো রকম কোনো ক্ষতি করবেন না।'

তিনি বলেন, 'এখানে আমাদের জাতীয় জীবনের, মানুষের মৌলিক অধিকার সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ দলিল আছে। এখানে যদি কোনো রকম ধ্বংসযজ্ঞ করা হয়, জাতির জীবনে অপূরণীয় ক্ষতি হবে, আমাদের ইমেজ নষ্ট হবে। আপনারা শান্তভাবে অবস্থান করেন, আপনারা যে দাবিতে এখানে এসেছেন, সেটা খুব দ্রুত পূরণ হবে বলে আমি খবর পেয়েছি। অপেক্ষা করেন, কোনো রকম ধ্বংসযজ্ঞে জড়াবেন না।'

Comments