স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশীর
ভোলায় স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে স্বামীর দায়ের কোপে নাহিদ (২২) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত রায়হানকে আটক করেছে পুলিশ।
আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের চর ছিফলি গ্রামে ঘটনা ঘটে।
নিহতর স্বজনরা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, আজ সকালে চর ছিফলি গ্রামের বাসিন্দা রায়হানের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে রায়হান তার স্ত্রীকে ধারালো দা হাতে ধাওয়া করলে তার স্ত্রী দৌড়ে প্রতিবেশী নাহিদদের বাড়িতে যান।
নাহিদ এ সময় ক্ষিপ্ত রায়হানকে থামানোর চেষ্টা করলে রায়হান তাকে কুপিয়ে জখম করেন। পরে স্বজনরা নাহিদকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার নিশি পাল জানান, হাসপাতালে আনার আগেই নাহিদের মৃত্যু হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রায়হানকে আটক করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃদ দা জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Comments