যশোরে কিশোরীকে অপহরণ-সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

যশোরের মনিরামপুরে প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বেনাপোল বাজার থেকে অভিযুক্ত শিবপদ দাসকে (৪০) আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আজ সকালে তাকে মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬ এর যশোর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. নাজিউর রহমান জানান, গত ১ জুন অভিযুক্ত শিবপদ দাস ও তার সহযোগীরা ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণ করে হোগলাডাঙ্গা বাজারে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় মনিরামপুর থানায় মামলার পর র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। শুক্রবার রাতে র‌্যাবের কাছে খবর আসে, অভিযুক্তরা বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাচ্ছে।

ওই এলাকায় গতরাতে অভিযান চালিয়ে শিবপদকে আটক করা হয় বলে জানান নাজিউর রহমান।

Comments

The Daily Star  | English

Cumilla rape: Main accused among two more arrested

Three others were arrested in the same case early today

1h ago