মানবতাবিরোধী অপরাধে একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে হবিগঞ্জের লাখাই উপজেলার একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যদের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন—হবিগঞ্জে লাখাই উপজেলার শফি উদ্দিন। এছাড়া মো. তাজুল ইসলাম (৮০), মো. জাহেদ মিয়া (৬২) ও ছালেক মিয়াকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। খালাস পেয়েছেন সাব্বির আহমেদ নামে এক আসামি। তাদের বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার অভিযোগ আনা হয়েছিল।
এদের মধ্যে শফি উদ্দিন ও সাব্বির পলাতক। প্রসিকিউটরা রেজিয়া সুলতানা চমন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। আসামিপক্ষে ছিলেন আব্দুস সাত্তার পালোয়ান ও গাজী এম এইচ তামিম।
Comments