ব্যাংকের ভেতরেই বীর মুক্তিযোদ্ধার লাখ টাকা চুরি

পটুয়াখালী
স্টার ডিজিটাল গ্রাফিক্স

পটুয়াখালীতে সোনালী ব্যাংকের বাউফল শাখা থেকে মুক্তিযোদ্ধা ভাতার ১ লাখ ১৫ হাজার টাকা তোলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব হাওলাদার (৭০)। এরপর টাকার ব্যাগ চেয়ারের ওপর রেখে এক কর্মকর্তার কক্ষ থেকে ফিরে এসে দেখেন টাকা উধাও। 

আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ওই ঘটনা ঘটে।

টাকা চুরির ঘটনাটি ব্যাংকের সিসিটিভির ক্যাসেরায় ধরা পড়লেও চোর শনাক্ত করা যায়নি।

মোতালেব হাওলাদার দ্য ডেইলি স্টারকে জানান, ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে টাকা তুলে তিনি একটি শপিং ব্যাগের মধ্যে রাখেন। ব্যাগটি ব্যাংকের মধ্যে চেয়ারের ওপর রেখে একটি কাগজ নিয়ে এক কর্মকর্তার কাছে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন তার ব্যাগটি উধাও।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মোতালেব হাওলাদার যখন একটি কাগজ নিয়ে ওই কর্মকর্তার কাছে যান, তখন একজন টাকার ব্যাগটি নিয়ে চলে যান।

কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, সোনালী ব্যাংক বাউফল শাখায় এ ধরনের একাধিক ঘটনা ঘটলেও ব্যাংক কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। প্রতারক চক্রের সঙ্গে ব্যাংক সংশ্লিষ্টদের কারও যোগসূত্র থাকতে পারে বলেও অভিযোগ করেছেন কয়েকজন গ্রাহক। 

সোনালী ব্যাংক লিমিটেডের বাউফল শাখার ব্যবস্থাপক মো. সোলায়মান হায়দার বলেন, 'এ জাতীয় ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে ব্যাংক সংশ্লিষ্ট কারও জড়িত থাকার প্রশ্নই আসে না। সিসি ক্যামেরায় দেখা গেছে টাকার ব্যাগটি একটি চেয়ারের ওপর রেখে যাওয়ার সঙ্গে সঙ্গেই একজন ব্যাগটি নিয়ে চলে যান। সম্ভবত ওই ব্যক্তি প্রতারক চক্রের সদস্য।' 

যারা ব্যাংকে টাকা নিতে আসেন তাদের আরও বেশি সতর্ক থাকা উচিত বলেও জানান তিনি।  

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। শনাক্তের পর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

 

Comments

The Daily Star  | English

Shammo murder: DMP chief pledges to end probe within a week

Says case to be sent to a special tribunal after investigation

1h ago