বিক্ষোভকারীদের হামলায় আহত মোহাম্মদপুর থানার ওসি-এএসআই

ছবি: সংগৃহীত

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতার মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভকারীদের হামলায় রাজধানীর মোহাম্মদপুর থানার ওসিসহ ২ পুলিশ আহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান।

আহত ২ পুলিশ হলেন- মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ও একই থানার উপপরিদর্শক কামরুজ্জামান। তারা আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান জানান, আজ দুপুরে ঢাকা উদ্যান এলাকায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছিলেন বিক্ষোভকারীরা। এ সময় ওসি আবুল কালাম আজাদ ও এএসআই কামরুজ্জামান তাদের কর্মসূচি সংক্ষিপ্ত করে রাস্তা খুলে দেওয়ার অনুরোধ করলে বিক্ষোভকারীরা তাদের ওপর চড়াও হন এবং তাদের কিল-ঘুষি দেন।

পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

Comments

The Daily Star  | English

Grameen Bank ownership, board to see major changes 

The plan has been outlined in the draft of a new ordinance

1h ago