মোহাম্মদপুরে ছিনতাই-ডাকাতি: যৌথ অভিযানে গ্রেপ্তার ২২

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও জেনেভা ক্যাম্পে পুলিশ ও সেনাবাহিনী গতকাল রোববার যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, যৌথ অভিযানে মোহাম্মদপুরের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী আদম বেপারী সেলিম, দুর্ধষ রুহুল গ্যাংয়ের শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম এবং সাগরকে আটক করা হয়েছে। 

এতে জানানো হয়, জেনেভা ক্যাম্পে মাদক চোরাকারবার চক্রের ২ জন, ১০ ছিনতাইকারী এবং কিশোর গ্যাংয়ের ৭ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়। এই অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের পর মোহাম্মদপুর এলাকায় হত্যা, ছিনতাই, লুট ও মারামারির ঘটনা ঘটেছে।

৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত মোহাম্মদপুর থানায় ১০টি হত্যা মামলা হয়েছে এবং এসব মামলায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি ডাকাতি মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

ছিনতাইয়ের ঘটনায় ৮ মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪টি অপহরণ মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, ২৭ অক্টোবর একদিনেই ৪৭ জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ৪০টি চাপাতি জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মোহাম্মদপুর এলাকায় অভিযানে ২০ রাউন্ড গুলিসহ একটি রিভলবার, দুটি পিস্তল, ৮টি রাম দা, ৬টি চাইনিজ কুড়াল, একটি টেঁটা, ৮টি ছুরি ও ৫টি চাপাতি জব্দ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

Comments

The Daily Star  | English
Bangladesh exports to EU

RMG exports to EU rise by 2.99% in Jan-Nov

In the 11 months, Bangladesh shipped garments worth $18.15 billion, second highest after China

1h ago