দুই সাঁওতাল কৃষকের মৃত্যু: নলকূপ অপারেটরের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
রাজশাহীর গোদাগাড়ীতে দুই সাঁওতাল কৃষকের মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. মাহফুজুর রহমান জানান, গত মাসের শেষ দিকে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। তবে আদালত এখনও চার্জশিট গ্রহণ করেননি।
তিনি আরও বলেন, 'ডিপ টিউবওয়েল অপারেটর সাখাওয়াতের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। মরদেহের ময়নাতদন্ত রিপোর্টেও এর প্রমাণ পাওয়া গেছে।'
গত ২১ মার্চ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামের দুই সাঁওতাল কৃষক অভিনাথ মার্ডি (৩৬) ও তার চাচাতো ভাই রবি মার্ডি (২৭) কৃষি জমিতে দাঁড়িয়ে কীটনাশক পান করেন। পরিবারের অভিযোগ, গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত তাদের জমিতে পানি না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা বিষপান করেন।
বিষপানে গত ২৩ মার্চ অভিনাথ মার্ডি নিজ বাড়িতে এবং রবি মার্ডি ২৫ মার্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় অভিনাথের স্ত্রী রোজিনা হেমব্রম ও রবির ভাই সুশীল মার্ডি বাদী হয়ে গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গোদাগাড়ী থানায় পৃথক দুটি মামলা করেন।
গত ৩ এপ্রিল সাখাওয়াতকে গ্রেপ্তার করে পুলিশ এবং ২৪ এপ্রিল বিচারক তার জামিন আবেদন নাকচ করেন।
Comments