২ কৃষকের মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সাখাওয়াত গ্রেপ্তার

গেপ্তার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ীতে সেচের জন্য পর্যাপ্ত পানি না পেয়ে ২ সাঁওতাল কৃষকের আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি মো. সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে গোদাগাড়ীর চব্বিশনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছে।

সাখাওয়াত গোদাগাড়ীর ঈশ্বরীপুর গ্রামের গভীর নলকূপ অপারেটর। তার বিরুদ্ধে গত ২ বছরের বেশি সময় ধরে পানি সরবরাহে গাফিলতির অভিযোগ করে আসছিলেন এলাকার কৃষকরা।

কিন্তু বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) সেসব অভিযোগ কখনো কানে তোলেনি।

ঈশ্বরীপুরের ওই নলকূপ থেকে অন্তত ১৫০ জন কৃষক তাদের ২৫০ বিঘা জমিতে সেচ দিয়ে থাকেন। এ ছাড়া, ওই নলকূপ থেকে স্থানীয় অধিবাসীদের খাবার পানির যোগান দেওয়া হয়।

গত ২৩ মার্চ ২ সাঁওতাল কৃষক ওই নলকূপের কাছে কীটনাশক পান করার পর অভিযোগের বিষয়টি সামনে আসে। অভিনাথ মার্ডি ওই রাতেই এবং তার চাচাতো ভাই রবি মার্ডি শুক্রবার রাতে মারা যান।

এদের মধ্যে একজনের পরিবার সাখাওয়াতের বিরুদ্ধে তাদের কৃষি জমিতে সেচের পানি সরবরাহে অবহেলার অভিযোগ আনে।

পরে অভিনাথের স্ত্রী বাদী হয়ে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সাখাওয়াতকে আসামি করে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

2h ago