চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ ও শিশাসহ আটক ১

উদ্ধার করা শিশা ও স্বর্ণ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ২৪৫ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি শিশাসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ।

গোপন তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শুল্ক গোয়েন্দা সদস্যরা মাসুদ রানা নামে একজনকে আটক করেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা ওই ব্যক্তির শরীর ও লাগেজ তল্লাশি করে ১ কেজি ২৪৫ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি শিশা জব্দ করা হয়।'

তিনি আরও বলেন, 'আটক মাসুদ রানাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হবে।'

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

3h ago