উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে কুপিয়ে হত্যা

ছবি: ফাইল ফটো

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে মো. আজিম উদ্দিন নামে এক হেড মাঝিকে (রোহিঙ্গা নেতা) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, রাত সাড়ে ৮টার দিকে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের আওতাধীন এ/৯ সাব-ব্লকের মাঝিরা বসে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টন করছিলেন। রাত ৯টার দিকে ১০ নম্বর ক্যাম্প থেকে ১০-১৫ জন দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র নিয়ে মাঝিদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন সৈয়দ আলম (৪০), রহিম উল্লাহ (৩৬) ও আজিম উদ্দিন (৩৫)। হামলার পরপরই পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় আজিম উদ্দিনকে এম.এস.এফ এনজিও পরিচালিত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ক্যাম্পে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত অক্টোবর মাসে ক্যাম্প-১৮-তে ৬ জনকে হত্যার ঘটনার পর এপিবিএন সব ক্যাম্পে দুর্বৃত্ত-সন্ত্রাসীদের গ্রেপ্তারের লক্ষ্যে নিয়মিত ব্লকরেইড অভিযান পরিচালনা করে আসছে। রোহিঙ্গাদের দ্বারা স্বেচ্ছায় পাহারা দেওয়ার পদ্ধতি চালু করা হয়েছে। যার ফলে দুর্বৃত্ত-সন্ত্রাসীরা পার্শ্ববর্তী ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্পে পালিয়ে যায়। এমতাবস্থায় পুনরায় ক্যাম্পে আধিপত্য বিস্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ এবং স্বেচ্ছা পাহারা পদ্ধতিকে অকার্যকর করার উদ্দেশ্যে বিভিন্ন ক্যাম্প থেকে দুর্বৃত্তরা এসে মাঝি ও ভলান্টিয়ারদের ওপর অতর্কিতে আক্রমণ করে পালিয়ে গেছে।'

তিনি আরও বলেন, 'হামলায় জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারের লক্ষ্যে ব্যাপক অভিযান ও ব্লকরেইড অভিযান অব্যাহত আছে। আজিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

Comments

The Daily Star  | English

JnU protests called off

Students and teachers of Jagannath University called off their protest last night after receiving assurances from the government that their demands would be met.

3h ago