সিলেটে অভিযান চলাকালে জঙ্গি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৬

সিলেটের শিববাড়িতে কমান্ডো অভিযান চলাকালে জঙ্গি আস্তানার পাশে শক্তিশালী জোড়া বিস্ফোরণে আহত আরেক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়ালো।
অভিযান চলাকালে জঙ্গি আস্তানার পাশে বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করা হচ্ছে। ছবি: রয়টার্স

সিলেটের শিববাড়িতে কমান্ডো অভিযান চলাকালে জঙ্গি আস্তানার পাশে শক্তিশালী জোড়া বিস্ফোরণে আহত আরেক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়ালো।

দুই বিস্ফোরণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আরও প্রায় ৪০ জন আহত হয়েছেন। ইসলামিক স্টেট (আইএস) হামলার পর দায় স্বীকার করেছে। জঙ্গি গোষ্ঠীটির বার্তা সংস্থা ‘আমাক’ এই খবর দিয়েছে বলে জানিয়েছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

গতকাল সন্ধ্যায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে প্রথম বিস্ফোরণে আহত হয়েছিলেন জান্নাতুল ফাহিম (১৮)। রাত ১টার দিকে এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে হাসপাতালটির মর্গ সূত্রে জানা গেছে।

নিহতের ভাই শামিম আহমেদ জানান, কুচাই ইসরাম আলি উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো ফাহিমের। কৌতূহল থেকে সে হতয় জঙ্গিবিরোধী অভিযান দেখতে গিয়েছিল।

ফাহিম সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের উপপরিবেশ–বিষয়ক সম্পাদক ছিলেন। তার বাবা কামাল আহমেদ কুচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান।

অচলাবস্থার দ্বিতীয় দিনে সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের নেতৃত্বে অভিযান অব্যাহত থাকার মধ্যেই গতকাল সন্ধ্যায় জঙ্গি আস্তানা আতিয়া মহলের প্রায় ৪০০ মিটার দূরে বোমা বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পরই সেখানে দ্বিতীয় দফায় বিস্ফোরণ হয়।

Click here to read the English version of this news

 

আরও পড়ুন:

সিলেটে ৩য় দিনে শক্তিশালী বিস্ফোরণ

Comments

The Daily Star  | English

$800m repayment to Russia in limbo

About $809 million has piled up in a Bangladesh Bank escrow account to repay loans and interest for the Russia-funded Rooppur Nuclear Power Plant.

9h ago