সিলেটে ৩য় দিনে শক্তিশালী বিস্ফোরণ
সিলেটের শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’ জঙ্গি আস্তানার কাছে সেনা নেতৃত্বাধীন যৌথ বাহিনী পরিচালিত ‘অপারেশন টুইলাইট’-এর তৃতীয় দিনে আজ শক্তিশালী বিস্ফোরণ ও বিক্ষিপ্ত গুলির শব্দ শোনা গেছে।
‘আতিয়া মহল’ থেকে প্রায় ২০০ গজ দূরে অবস্থান নেওয়া আমাদের আলোকচিত্রী ইমরান হোসেন জানান, সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের ফলে বাড়িটি খানিকটা হেলে পড়েছে।
আমাদের মৌলভীবাজার সংবাদদাতা বলেন, বিস্ফোরণের পাশাপাশি গুলির শব্দও শোনা যায়। তবে কারা বিস্ফোরণ ঘটিয়েছেন বা গুলি চালাচ্ছেন সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যাচ্ছে না।
এদিকে, আজ সকাল ১১টার দিকে জঙ্গি আস্তানার চারপাশ খালি করে দেওয়া হয়েছে।
এছাড়াও, পুলিশ লাউডস্পিকারে শিববাড়ি এলাকার বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করার আহ্বান জানিয়েছে।
সংবাদ সংগ্রহ করার জন্যে জড়ো হওয়া সংবাদকর্মীদেরকেও সেই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
গত শুক্রবার শুরু হওয়া জঙ্গি বিরোধী অভিযানের মধ্যেই গতকাল দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত দুজন পুলিশসহ অন্তত ৬জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৪০জন।
বিস্ফোরণের কয়েকঘণ্টা পর যুক্তরাষ্ট্র-ভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।
আরও পড়ুন:
Comments