নারায়ণগঞ্জের মদনপুর ‘জঙ্গি আস্তানায়’ পৌঁছেছে বোম ডিসপোজাল ইউনিট

স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের মদনপুর ‘জঙ্গি আস্তানায়’ ডিএমপির বোম ডিসপোজাল (বিডিইউ) ইউনিট পৌঁছেছে এবং তারা অভিযান শুরু করতে যাচ্ছে।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত ডেপুটি কমিশনার রহমত উল্লাহ চৌধুরী রাত দেড়টার দিকে ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেনছেন, বোম ডিসপোজাল ইউনিট মদনপুরের ‘জঙ্গি আস্তানায়’ পৌঁছেছে এবং তারা অভিযান শুরু করবে।

এদিকে সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান স্পট ব্রিফিংয়ে বলেছেন, ‘গোপন আস্তানায় অভিযানের সময় জঙ্গি সংগঠনের কাছ থেকে হামলার হুমকি পেয়েছি।’

তিনি সবাইকে আরও সতর্ক থাকতে বলেছেন।

আসাদুজ্জামান আরও বলেন, ‘কৌশলগত হামলা এবং আইন প্রয়োগকারী সংস্থাকে লক্ষ্য করে এইড আইইডি বোমা তৈরি করা হয়েছে। আমরা পুরো বিষয়টির তদন্ত চালিয়ে যাচ্ছি।’

এর আগে, সিটিটিসি জানিয়েছিল রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের মদনপুরে এলাকায় আরেকটি সন্দেহভাজন ‘জঙ্গি আস্তানা’ শনাক্ত করেছে এবং সেটি ঘিরে রেখেছে।

তখন সিটিটিসির অতিরিক্ত ডেপুটি কমিশনার আহমেদুল ইসলাম বলেছিলেন, গোপন আস্তানাটি ঘিরে রেখেছেন সিটিটিসির কর্মকর্তারা।

তিনি আরও বলেছিলেন, ‘বিকেল পাঁচটার দিকে গ্রেপ্তার হওয়া এক জঙ্গির তথ্যের ভিত্তিতে আমরা গোপন আস্তানাটি ঘিরে রেখেছি। আমরা জানতে পেরেছি তার নাম উসমান। কিন্তু, তার সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের আরও সময় প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আমাদের সন্দেহ মদনপুরের আস্তানায় আইইডি থাকতে পারে। অভিযানের পরে আরও স্পষ্টভাবে বলতে পারব।’

আড়াইহাজারে গোপন আস্তানারি বিষয়ে তিনি বলেন, অভিযান প্রায় শেষের দিকে। জব্দ তালিকা প্রস্তুত করা হচ্ছে। অভিযান শেষ হলে মামলা দায়ের করা হবে।

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

5h ago