বিক্ষিপ্ত গুলির শব্দ, চতুর্থ দিনে সিলেটের অভিযান
সিলেটের ‘আতিয়া মহলে’ জঙ্গি দমন অভিযানে আজ সকাল থেকে বিক্ষিপ্ত গুলির শব্দ শোনা গেছে। বিস্ফোরক ও অস্ত্রসহ অবস্থান করা জঙ্গিদের পরাস্ত করতে সেখানে চতুর্থ দিনের মত সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ অভিযান ‘অপারেশন টুইলাইট’ চলছে।
আতিয়া মহল ঘিরে দক্ষিণ সুরমার আরও কিছু এলাকাকে আজ নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হয়েছে। আমাদের স্থানীয় প্রতিনিধি জানান, আতিয়া মহলের চারপাশে প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য ও স্থানীয় ব্যক্তি দ্য ডেইলি স্টারকে জানান আজ সকাল ৬টা থেকে ফের গুলি শুরু হয়েছে। সেখানে থেমে থেমে গুলি চলেছে।
গতকাল বিকালে বাংলাদেশ সেনাবাহিনী জানায় তারা সফলভাবে বাড়ির ভেতরের অন্তত দুই জন জঙ্গিকে ধরাশায়ী করতে সক্ষম হয়েছেন। সেখানে আরও ‘এক বা একাধিক জঙ্গি’ রয়েছে বলে তারা মনে করছেন।
বাড়ির বাসিন্দাদের নিরাপদে বের করে আনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ায় ‘অপারেশন টুইলাইট’ শেষ করতে সময় লাগছে বলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানান ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।
অভিযানে ভারি আর্টিলারি যেমন রকেট লঞ্চার, বিস্ফোরক ও শেল ব্যবহার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে নিশ্চিত করা হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে থেকে চলা এই জঙ্গি দমন অভিযানে এখন পর্যন্ত দুই জন পুলিশ, দুই জন জঙ্গিসহ মোট আট জন নিহত হয়েছেন।
Comments