নতুন ইসির অধীন রাঙামাটির বাঘাইছড়িতে ভোট চলছে

বাঘাইছড়ি পৌরসভার ভোট গ্রহণ শুরু
রংপুর সিটি করপোরেশন নির্বাচন ২১ ডিসেম্বর-2017

নতুন নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন শুরু হয়েছে। নতুন ইসি দায়িত্ব নেওয়ার তিন দিনের মাথায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আমাদের রাঙামাটি প্রতিনিধি জানান, সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে প্রচুর ভোটার উপস্থিতি দেখা গেছে। বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে।

নির্বাচন কর্মকর্তারা জানান, মেয়র পদের জন্য তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছড়াও ১২টি কাউন্সিলর পদের বিপরীতে লড়ছেন ৩১ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ১০ হাজার ১২০।

গতকাল নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাহাদাৎ হোসেন চৌধুরী উপজেলা পরিষদ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন।

বৈঠকে তিনি সতর্ক করে বলেন, নির্বাচনে কাউকে কোন অপকর্মে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে কমিশন কঠোর ব্যবস্থা নিবে।

শপথ নেওয়ার পর নতুন নির্বাচন কমিশনের পাঁচ জন কমিশনার প্রধান বিচারপতির সঙ্গে কুশল বিনিময় করেন। ছবিটি গত ১৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তোলা। ছবি: রাশেদ সুমন

Click here to read the English version of this news

Comments