প্রথম দিনে ২ মিলিয়নের বেশি কপি বিক্রি বিটিএসের নতুন অ্যালবাম

মিউজিক ভিডিওতে বিটিএস। ছবি: সংগৃহীত

কে-পপ সুপারগ্রুপ বিটিএসের নতুন অ্যালবাম 'প্রুফ' মুক্তির প্রথম দিনে ২ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে। কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার হান্টেও চার্টের তথ্য অনুযায়ী, অ্যালবামটি শনিবার কোরিয়ান সময় রাত ১১টা পর্যন্ত ২.১৫ মিলিয়ন কপি বিক্রি হয়। গত শুক্রবার এটি মুক্তি দেওয়া হয়।

২০২০ সালে বিটিএসের চতুর্থ অ্যালবাম 'ম্যাপ অব দ্য সোল: ৭' এর পর এবার নিয়ে দ্বিতীয়বারের মতো প্রথম দিনেই ২ মিলিয়ন বিক্রি হলো বিটিএসের আরেকটি অ্যালবাম।

মুক্তির পর অ্যালবামটির প্রধান গান 'ইয়েট টু কাম (দ্য মোস্ট বিউটিফুল মোমেন্ট) তাত্ক্ষণিকভাবে প্রধান অনলাইন সংগীতমাধ্যমগুলোর রিয়েল-টাইম চার্টের শীর্ষে ছিল। ইউটিউবে পোস্ট করা এর মিউজিক ভিডিওটি শনিবার পর্যন্ত প্রায় ৫০ মিলিয়ন বার দেখা হয়।

Comments