রাত ১০টার পর নারীদের শ্বাস-প্রশ্বাস বন্ধ রাখার পরামর্শ

পাহাড়তলী বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির প্রতিনিধিরা গতকাল এক সংবাদ সম্মেলনে  রাত ১০টার মধ্যে সব নারী শিক্ষার্থীদের যার যার হলে ঢোকার নির্দেশ জারি করেছেন।

প্রক্টরিয়াল বডির জনসংযোগ কর্মকর্তা মিশো জয়নাল বলেন, 'দেখুন, খামারের মুরগিকে দিনের বেলায় কারও তত্ত্বাবধানে ঘুরে বেড়ানোর অনুমতি দেওয়া যেতে পারে। তবে অন্ধকার হওয়ার আগে অবশ্যই এগুলোকে খামারে ফিরে আসতে হবে। কারণ রাতের সময়টি শেয়ালের আক্রমনের জন্য আদর্শ।

এসময় এক সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের খামারের মুরগির সঙ্গে তুলনা করার হচ্ছে কিনা জানতে চাইলে জয়নাল বলেন, 'না, আমি কেবল বলেছি যে বিশ্ববিদ্যালয়টি জঙ্গল দিয়ে ঘেরা। সুতরাং স্বাভাবিকভাবেই এখানে শেয়াল আছে।'

তার এই মন্তব্যে বিক্ষুব্ধ হয়ে ওঠে উপস্থিত শিক্ষার্থীরা, যারা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী যৌন হয়রানির অভিযোগ দায়ের করার পর গত ২ সপ্তাহ ধরে তাৎক্ষণিকভাবে কার্যকর করা কারফিউয়ের প্রতিবাদ জানিয়ে আসছে।

যৌন হয়রানির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে জয়নাল বলেন, 'আমরা এখানে সেটা করি না।'

বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ সেলের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে এর জবাব দিতে যাচ্ছিলেন নারী হলের এক প্রভোস্ট, যিনি যৌন হয়রানি প্রতিরোধ সেলের মুখপাত্র। কিন্তু জয়নাল তাকে থামিয়ে দেন।

হাসতে হাসতে তিনি বলেন, 'আমাদের এটা কেন দরকার? এটা কি ভালো কিছু? নারীরা কেবল একটি স্কার্ফ পরেই হয়রানি প্রতিরোধ করতে পারে; এর সৃজনশীল কিংবা ধ্বংসাত্মক ব্যবহারের মাধ্যমে। স্কার্ফ দিয়ে কী করা যায় তা বলার আমি কে?'

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত ট্রেনটি নিরাপদ কি না- এমন আরেক প্রশ্নের জবাবে জয়নাল বলেন, 'আমি এটা জানি না, কিন্তু ট্রেনটি দেখতে খুব সুন্দর। আপনি কি ট্রেনে আঁকা নতুন ছবিগুলো দেখেছেন। সেগুলো অসাধারণ।'

সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষার্থীরা জানতে চান, 'তাহলে রাত ১০টার পর কী হবে? ১০টার পর যদি নারী শিক্ষার্থীদের জরুরি চিকিৎসার দরকার হয়, তখন কী হবে?'

এই প্রশ্নের জবাবে জয়নাল বলেন, 'নারীরা কি রাত ১০টার পরেও শ্বাস নেয়? আমি এটা জানতাম না তো!'

তিনি আরও বলেন, 'এমনটা হতে পারেন যে, মেয়েরা রাত ১০টার পর শ্বাস-প্রশ্বাস নেওয়া বন্ধ রাখবে। একইভাবে ১০টার পর তাদের অসুস্থ হওয়াও চলবে না।'

এর পরপরই সংবাদ সম্মেলন শেষ করার ঘোষণা দেন জয়নাল। আর কোনো প্রশ্ন নিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, প্যাট্রিয়ার্কি গ্রুপ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় নারীবিদ্বেষী ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের একটি মাসপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে হবে তাদের।

নারীবিদ্বেষী ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের কার্যক্রম সম্পর্কে ও কখন থেকে তারা এর মাসপূর্তির অনুষ্ঠান করছেন জানতে চাইলে জয়নাল বলেন, 'আপনি জেনারেশন জেড দম্পতিদের কাছে এই প্রশ্ন রাখতে পারেন না, পারেন কি? এই প্রশ্ন অবান্তর।'  

এ কথা বলেই কক্ষ ত্যাগ করেন প্রক্টরিয়াল বডির জনসংযোগ কর্মকর্তা মিশো জয়নাল।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago