‘সহমত ভাই’ বলা শিখছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন মনে করছেন যে 'করপোরেট ওয়ার্ল্ডে'র জন্য নিজেদের তৈরি করতে তারা যথেষ্ট কোর্স পড়ছেন, ঠিক তখনই চাপাস্থানের পবিত্র রাজনীতিতে তাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে 'ইন্ট্রোডাকশন টু পার্টি-ইং' নামে আরেকটি নতুন কোর্স চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থীরা যাতে 'সহমত ভাই' বলার ক্ষেত্রে পিছিয়ে না থাকে, সেই উদ্দেশ্যেই তাদের পাঠক্রমে এই কোর্সটি চালু করেছে বিশ্ববিদ্যালয়। 'সহমত ভাই' বাক্যটি চাপাস্থানে বহুল ব্যবহৃত। স্থানীয় রাজনীতিক বা প্রভাবশালীদের সঙ্গে দ্বিধাহীনভাবে একতম পোষণ করতেই বাক্যটি ব্যবহার করা হয়।

এ কোর্স বিষয়ে মানি মেকিং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পলিটিকালুউদ্দিন বলেন, 'একটি জরিপে আমরা দেখেছি, "সহমত ভাই" বলতে অভ্যস্ত না হওয়ার কারণে আমাদের শিক্ষার্থীদের প্রায় ৫০ শতাংশ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। তবে, আমাদের বিশ্বাস, "ইন্ট্রোডাকশন টু পার্টি-ইং" নামের নতুন এ কোর্সটির মাধ্যমে শিক্ষার্থীরা বেশি বেশি "সহমত ভাই" বলতে অভ্যস্ত হবে এবং তা আমাদের জিডিপি প্রবৃদ্ধিতে অত্যন্ত ভূমিকা রাখবে।'

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নতুন এ কোর্স চালু করায় একদল শিক্ষার্থী এখন আর নতুন কমিটি গঠনের পেছনে সময় নষ্ট করছে না। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্লাবগুলোও এখন প্রায় সদস্যহীন ও অকার্যকর হয়ে পড়েছে। কারণ নবীন শিক্ষার্থীরা এখন একটি নির্দিষ্ট ক্লাবের রেজিস্ট্রেশন বুথে গিয়েই ভিড় জমাচ্ছে, যেখানে তাদেরকে কীভাবে 'সহমত ভাই' বলা ও লেখা যাবে, সে বিষয়ক একটি লিখিত সারগ্রন্থ দেওয়া হচ্ছিল।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক আইডল পাঠকভাই তার দলের জন্য নতুন শিক্ষার্থী নিয়োগ দেওয়ার সময় বলেন, 'দেখুন, সঠিকভাবে "সহমত ভাই" বলার ও লেখার আগ পর্যন্ত আপনি কখনই রাজনৈতিক আইডল হতে পারবেন না।'

বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান পরিবেশ পর্যবেক্ষণ করতে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা উচ্চস্বরে 'সহমত ভাই' বলার চর্চা করছেন।

একজন শিক্ষার্থী অপরজনকে বলতে শোনা গেল, 'আমি যদি এই বাক্যটি ইংরেজিতে বলতে চাই, তবে আমার কী লেখা উচিত?'

জবাবে অপর সেই শিক্ষার্থী বলেন, 'এটা শুধু বাংলাতেই বলো ও লেখ। কারণ, "সহমত ভাই" বাক্যটিই রাজনৈতিক নেতাদের কাছে বেশি আকর্ষণীয় ও মর্মস্পর্শী।'

'কিন্তু, আমি যদি ওই নেতার সঙ্গে একমত না হই, তবে আমার কী বলা উচিত?'

'সেক্ষেত্রেও "সহমত ভাই" বলতে হবে', বলল অপর সেই শিক্ষার্থী।

'সহমত ভাই।'

'দারুণ। এখন হেলমেট পরে নাও।'

Comments

The Daily Star  | English

Around 100 injured in clash between students in Jatrabari

Scores of people were injured as students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

5h ago