‘শেখ রাসেলের কথা মনে করে চোখ ভিজে এসেছিল’
'রাসেলের জন্য অপেক্ষা' নামে নতুন একটি সিনেমায় অভিনয় করছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। এই সিনেমায় তিনি অভিনয় করেছেন কর্নেল নাজমুল চরিত্রে, যিনি শেখ রাসেলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত।
সরকারি অনুদানের এই সিনেমা পরিচালনা করছেন নূর ই আলম।
ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে সম্প্রতি 'রাসেলের জন্য অপেক্ষা' সিনেমার শুটিং শেষ হয়েছে।
ফেরদৌস দ্য ডেইলি স্টারকে আজ মঙ্গলবার দুপুরে বলেন, 'বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাড়িটিতে এক জীবনে বহুবার গিয়েছি। কিন্ত শুটিংয়ের জন্য এবারই প্রথম যাওয়া হলো। প্রথমবার ধানমন্ডি ৩২ নম্বরে শুটিং করেছি।'
তিনি বলেন, 'এমন মহান নেতা ছিলেন তিনি অথচ জীবনযাপন করে গেছেন কত সাধারণভাবে, যা ওই বাড়িতে গেলে বোঝা যায়। "রাসেলের জন্য অপেক্ষা" সিনেমার শুটিংয়ের সময় যেন ওই সময়টায় ফিরে গিয়েছিলাম।'
ফেরদৌস বলেন, 'শেখ রাসেল তখন শিশু ছিল। কোমল শিশুকেও ঘাতকেরা হত্যা করেছে। এই সিনেমায় শেখ রাসেলকে পরিপূর্ণভাবে তুলে ধরা হবে। নতুন প্রজন্ম শেখ রাসেল সম্পর্কে জানতে পারবে।'
তিনি জানান, সিনেমাটির বেশিরভাগ দৃশ্যের শুটিং শেষ হয়েছে। একটি গানের শুটিং বাকি আছে।
এক প্রশ্নের জবাবে ফেরদৌস বলেন, 'শুটিংয়ের সময় শেখ রাসেলের কথা মনে করে চোখ ভিজে এসেছিল। আামি মনে করি এই সিনেমাটি আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ হয়ে থাকবে।'
এদিকে ফেরদৌস 'সুজন মাঝি' নামে নতুন আরেকটি সিনেমার শুটিং করছেন। সিনেমটি পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু। তার বিপরীতে আছেন নিপুন।
নায়ক আফজাল হোসেন পরিচালিত প্রথম সিনেমা মানিকের লাল কাঁকড়ার শুটিংও গত মাসে শেষ করেছেন ফেরদৌস। এটি এখন মুক্তির অপেক্ষায় আছে।
এছাড়া 'দামপাড়া' নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন। দামপাড়া সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই সিনেমাটি ১৯৭১ সালের একজন শহীদ
পুলিশ অফিসারের বাস্তব জীবনের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ।
দামপাড়া সিনেমা নিয়ে ফেরদৌস বলেন, 'শামসুল ইসলাম ছিলেন সাহসী পুলিশ কর্মকর্তা। তার চরিত্রে অভিনয় করে শিল্পী জীবনে বড় প্রাপ্তি যোগ হয়েছে।'
দামপাড়া সিনেমাটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন।
ফেরদৌস বলেন, 'এই সময়ে এসে গতানুগতিক ধারা নয়, ভিন্ন কিছু সিনেমা করতে চাই। ভালো সিনেমার মধ্যে দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চাই।'
Comments