মিশরে শেখ রাসেল দিবস উদযাপিত

মিশরে পালিত হয় শেখ রাসেল দিবস ২০২৩। ছবি: আফছার হোসাইন
মিশরে পালিত হয় শেখ রাসেল দিবস ২০২৩। ছবি: আফছার হোসাইন

'শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়, এই অনুভূতিকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী 'শেখ রাসেল দিবস ২০২৩' পালিত হয়েছে মিশরে।

গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানী কায়রোতে অবস্থিত দূতাবাসের হল রুমে এই অনুষ্ঠানে যোগ দেন আমন্ত্রিতরা।

মিশরে প্রবাসী পরিবারের শিশু, কিশোর ও কিশোরীদের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে চার্জ দ্যা অ্যাফেয়ার্স মুহাম্মদ ইসমাইল হুসাইন দূতাবাসে কর্মকর্তাদের নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শেখ রাসেলসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার ও অন্যান্য শহীদদের আত্মার শান্তি ও দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। অনুষ্ঠানের এই অংশের উপস্থাপনার দায়িত্বে ছিলেন দ্বিতীয় সচিব শিশির কুমার সরকার।

তেলাওয়াত শেষে বিশেষ মোনাজাত করেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ম. বায়জিদ মাহমুদ।

এই দিবস উপলক্ষে ঢাকা থেকে পাঠানো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে দ্বিতীয় সচিব শিশির কুমার সরকার ও ব্যক্তিগত কর্মকর্তা ম. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে শেখ রাসেলের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর দেশটিতে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যরা শেখ রাসেলের স্মৃতিচারণ করে দেশ ও জাতির ওপর বক্তব্য দেন।

শেখ রাসেলের জন্ম, শৈশব, শিক্ষা জীবন, পরিবার, পছন্দ, তাকে নিয়ে রচিত বই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মূহুর্তসহ বিভিন্ন বিষয়ের ওপর কুইজ প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে দূতাবাস।

কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিশু-কিশোরদের হাতে পুরষ্কার তুলে দেন চার্জ দ্যা অ্যাফেয়ার্স তাদের নিয়ে শেখ রাসেলের জন্মদিনের কেকও কাটেন তিনি।

সমাপনী বক্তব্য দেন চার্জ দ্যা অ্যাফেয়ার্স মুহাম্মদ ইসমাইল হুসাইন।

এসময় চার্জ দ্য অ্যাফেয়ার্স আরবি ভাষায় শেখ রাসেলকে নিয়ে লেখা বই 'সেদিন তারা চাঁদ হত্যা করেছিল' রচনা করার জন্য মিশরীয় লেখক মহসীন আরশীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই আরবি ভাষায় রচিত বইটি আরব বিশ্বসহ বিশ্ববাসীর কাছে শেখ রাসেল ও তার পরিবারকে তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সর্বশেষে আগত অতিথিদের বাঙ্গালী খাবারে আপ্যায়ন করা হয়

Comments

The Daily Star  | English
Proper audits can ensure social compliance in the RMG industry

US top remittance source in Nov, Dhaka top recipient

The biggest source of all the remittance received by Bangladesh last November was the US, according to the latest report of Bangladesh Bank (BB)..Moreover, Dhaka secured the lion’s share of the foreign currencies..Bangladeshi migrants sent home $2,199.99 million in November. Of it, $

19m ago