৮ বছর পর সিনেমা দেখতে বর্ষা-অনন্ত জলিল

ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের 'দিন: দ্য ডে' সিনেমাটি। ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম পরিচালিত এই সিনেমাটি সারাদেশের ১০৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। 

সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা বলে জানিয়েছেন অনন্ত জলিল। 

আজ সোমবার বিকেলে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় সিনেমাটি দেখতে গিয়েছিলেন অনন্ত জলিল ও বর্ষা। 

ছবি: সংগৃহীত

অনন্ত জলিল দ্য ডেইলি স্টারকে বলেন, 'দীর্ঘ ৮ বছর পর স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে আসলাম। 'মোস্ট ওয়েলকাম-২' শেষবার দেখতে গিয়েছিলাম। সিনেমা দেখার জন্য দর্শকদের ভিড় দেখলাম। একটা উৎসব তৈরি হয়েছে সিনেমাটিকে কেন্দ্র করে।'

সিনেমা হলের ভেতরে-বাইরে অনেক মানুষের আনাগোনা রয়েছে উল্লেখ করে অনন্ত জলিল বলেন, 'যারা বলেন, মানুষ বাংলা সিনেমা দেখে না, তারা দেখুক বাংলা সিনেমা দেখার জন্য প্রতিদিন মানুষের ভিড় বাড়ছে।' 

বর্ষা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার প্রথম সিনেমার মতো অনুভূতি হচ্ছে। অনেকদিন পর আমার সিনেমা মুক্তি পেয়েছে। দর্শকরা বিভিন্ন মাধ্যমে তাদের ভালোলাগার কথা জানাচ্ছেন। আমি চাই, আমাদের সিনেমার পাশাপাশি অন্য সিনেমাগুলোও মানুষ দেখুক। দীর্ঘদিন পরে সিনেমা দেখতে গিয়ে ভালো লাগলো।'

 

 

Comments