যুক্তরাজ্য ও হংকং যাচ্ছে রাজশাহীর হিমসাগর আম
যুক্তরাজ্য ও হংকংয়ে রপ্তানির জন্য আজ বুধবার রাজশাহী থেকে ঢাকায় আম পাঠানো হয়েছে। বাঘা উপজেলার আম উৎপাদনকারী শফিকুল ইসলাম হিমসাগর জাতের দেড় টন আমের চালান ঢাকায় পাঠিয়েছেন।
বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল্লাহ সুলতান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'ঢাকাভিত্তিক ২ রপ্তানিকারক প্রতিষ্ঠান লি এন্টারপ্রাইজ এবং এমটিবি এগ্রো অ্যান্ড গার্ডেন এই দুই দেশে আম রপ্তানির জন্য আম সংগ্রহ করেছে।'
রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলা থেকে প্রায় ১০০ টন আম রপ্তানি হবে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অন্যান্য আম উৎপাদনকারীরাও রপ্তানিকারকদের কাছে আম পাঠাচ্ছেন।
শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, তিনি রপ্তানিযোগ্য প্রায় ১৫০ টন আম উৎপাদন করেছেন।
তবে রপ্তানিকারকরা আপাতত ১৫ টনের বেশি আম সংগ্রহ করবেন না বলে জানান তিনি।
তিনি বলেন, 'আমরা রপ্তানির আশায় নিরাপদ আম উৎপাদনের জন্য প্রতি বছর বাড়তি অর্থ ব্যয় করি। কিন্তু শেষ পর্যন্ত বেশিরভাগ আমই রপ্তানি হয় না।'
'প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না থাকায় রপ্তানিকারকরা আমাদের কাছ থেকে আম সংগ্রহ করতে চান না,' যোগ করেন তিনি।
জানতে চাইলে এমটিবি অ্যাগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মো. মাহতাব আলী ডেইলি স্টারকে বলেন, 'আম রপ্তানির বিষয়টি এখনো আমরা বাণিজ্যিকভাবে নিতে পারিনি। আমরা শুধু নিজেদের ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে আম রপ্তানি করে থাকি।'
'সুযোগ-সুবিধার অভাবে ও পরিকল্পনা না থাকায় আম রপ্তানির নির্দেশনাগুলো আমাদের এখানে মেনে চলা হয় না,' বলেন তিনি।
তিনি বলেন, 'রাজশাহীতে কোয়ারেন্টিন, ট্রিটমেন্ট ও প্যাকেজিং ব্যবস্থা গড়ে উঠলে রপ্তানিকারকদের ফল পরিবহনে সময় নষ্ট হতো না।'
Comments