সাময়িকভাবে টুইটার কেনা স্থগিত করলেন ইলন মাস্ক

সাময়িকভাবে টুইটার কেনা স্থগিত করলেন ইলন মাস্ক
ইলন মাস্ক। ছবি: রয়টার্স

স্প্যাম ও ফেক অ্যাকাউন্টের সংখ্যার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার আগ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনা সাময়িকভাবে স্থগিত রাখছেন ইলন মাস্ক।

আজ শুক্রবার তিনি নিজেই টুইটারে এ কথা জানিয়েছেন।

টু্ইট বার্তায় ইলন মাস্ক বলেন, স্প্যাম বা ভুয়া অ্যাকাউন্ট প্রকৃতপক্ষে ৫ শতাংশের কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে- টু্ইটারের এমন দাবির পক্ষে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত টুইটার কেনার চুক্তি সাময়িকভাবে স্থগিত থাকবে। ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার চুক্তি করেছিলেন এই ধনকুবের।

টুইটার তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করার অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago