৭ কোটি ৬০ লাখ বছর আগের ডাইনোসরের কঙ্কাল নিলামে

নিলাম সংস্থা সোদবির এক কর্মকর্তা ডাইনোসরের আকার বোঝাচ্ছেন। ছবি: এপি
নিলাম সংস্থা সোদবির এক কর্মকর্তা ডাইনোসরের আকার বোঝাচ্ছেন। ছবি: এপি

প্রায় ৭ কোটি ৬০ লাখ বছর আগে পৃথিবীর বুকে হেঁটে বেড়ানো এক ডাইনোসরের জীবাশ্মকৃত কঙ্কালকে এ মাসে নিউ ইয়র্কে নিলামে তোলা হবে। গতকাল মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের নিলাম প্রতিষ্ঠান সোদবি।

আজ বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সুপরিচিত টি-রেক্স বা টাইর‍্যানোসরাস রেক্স ডাইনোসরের জ্ঞাতিভাই 'গর্গোসোরাসের' কঙ্কালটি ২৮ জুলাইতে অনুষ্ঠিতব্য 'প্রাকৃতিক ইতিহাস' নিলামে আকর্ষণের কেন্দ্রে থাকবে বলে নিলাম প্রতিষ্ঠান জানিয়েছে।

ক্রিটেশিয়াস যুগের শেষ ভাগে বড় আকারের মাংসাশী ডাইনোসর গর্গোসোরাস বর্তমান সময়ের যুক্তরাষ্ট্রের পশ্চিম অংশ ও কানাডায় বসবাস করতো। গর্গোসোরাসের প্রায় ১ কোটি বছর পর পৃথিবীতে টি-রেক্সের আগমন ঘটে।

বড় আকারের মাংসাশী ডাইনোসর গর্গোসোরাস
বড় আকারের মাংসাশী ডাইনোসর গর্গোসোরাস। ছবি: এপি

সোদবি জানায়, এই জীবাশ্মটি ২০১৮ সালে মন্টানার হাভরে অঞ্চলে জুডিথ নদীর কাছাকাছি জায়গায় আবিষ্কৃত হয়। এটি উচ্চতায় ১০ ফুট (৩ মিটার) এবং দৈর্ঘ্যে ২২ ফুট (৬ দশমিক ৭ মিটার) লম্বা।

নিলাম প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী, আর সব গর্গোসোরাসের কঙ্কালগুলো পৃথিবীর বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত আছে। ফলে এটাই একমাত্র গর্গোসোরাস জীবাশ্ম, যেটি কেউ ব্যক্তিগত সংগ্রহে রাখতে পারবেন।

গর্গোরাশের এই জীবাশ্মটিই নিলামে ওঠানো হচ্ছে
গর্গোরাশের এই জীবাশ্মটিই নিলামে ওঠানো হচ্ছে। ছবি: এপি

সোদবির প্রাথমিক হিসেব মতে, নিলামে এই জীবাশ্মের দাম ৫০ লাখ থেকে ৮০ লাখ ডলার উঠতে পারে।

 

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

9h ago