সংযুক্ত আরব আমিরাতে গাড়িচাপায় বাংলাদেশি নিহত

মুহাম্মদ কামাল উদ্দিন। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে গাড়িচাপায় মুহাম্মদ কামাল উদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে আজমান শহরে এ দুর্ঘটনা ঘটে।

প্রবাসীদের সূত্রে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় কামালকে একটি দ্রুতগতির গাড়ি চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামাল উদ্দিনের বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকায়। তার বাবার নাম মুহাম্মদ নিজাম উদ্দিন।

দীর্ঘ ১৭-১৮ বছর ধরে কামাল প্রবাসে রয়েছেন। তিনি একটি লন্ড্রি দোকানে কর্মরত ছিলেন।

তার মরদেহ দেশের ফিরিয়ে আনার বিষয়ে প্রস্তুতি চলছে।

লেখক: আমিরাত প্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

19h ago