ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়িচাপায় বাবা নিহত, মা-মেয়ে আহত

সড়ক দুর্ঘটনা
স্টার অনলাইন গ্রাফিক্স

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক বাবা নিহত এবং আরোহী মা-মেয়ে আহত হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজ রিবেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ষোলঘর বাসস্ট্যান্ডের কাছে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর ৩ জনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুখানুর রহমানকে (৩৫) মৃত ঘোষণা করেন।

আহত জান্নাতুল ফেরদৌস (২৮) ও তার মেয়ে রাইসা (৪) চিকিৎসাধীন আছেন।

তারা নারায়ণগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।

Comments

The Daily Star  | English
Mahfuj Alam

Govt to consult with all parties before reforms

The interim government will not make unilateral decisions on the reform commissions’ reports but will finalise decisions through consultations with all political parties, said Adviser Mahfuj Alam yesterday.

1h ago