প্রস্তুতির অংশ হিসেবে শারজাহতে খেলবে বাংলাদেশ, সূচি চূড়ান্ত

ছবি: এএফপি

চলতি বছর বাংলাদেশ ক্রিকেট দলের রয়েছে ব্যস্ত সূচি। পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি এশিয়া কাপে অংশ নেবে টাইগাররা। সেগুলোর প্রস্তুতির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে চলতি মাসে টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

দুই ম্যাচের সিরিজটি নিয়ে আলোচনা চলছিল কিছুদিন ধরেই। শুক্রবার এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রকাশ করেছে চূড়ান্ত সূচি।

আগামী ১৭ ও ১৯ মে টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সিরিজের ভেন্যু শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। স্থানীয় সময় অনুসারে সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় অনুসারে রাত ৯টায়) শুরু হবে খেলা।

বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে এটি দ্বিতীয় দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। এর আগে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুবাইয়ে দুটি ম্যাচ খেলেছিল দুই দল। এখন পর্যন্ত সব মিলিয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেছে তারা। বাংলাদেশ জিতেছে সবগুলোতেই।

সূচি প্রকাশিত হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, 'বাংলাদেশ জাতীয় দলের সংযুক্ত আরব আমিরাতে ফেরা নিয়ে আমরা আনন্দিত। বিসিবি প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশগ্রহণের সুযোগকে মূল্যবান বলে মনে করে এবং এই টি-টোয়েন্টি সিরিজ আয়োজনে আমিরাত ক্রিকেট বোর্ডের উদ্যোগের আমরা প্রশংসা করি।'

তিনি যোগ করেছেন, 'আসন্ন এশিয়া কাপসহ ব্যস্ত আন্তর্জাতিক সূচির আগে এই ম্যাচগুলো আমাদের দলের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবে। আমরা নিশ্চিত যে, এই দুটি ম্যাচ বিসিবি ও ইসিবির মধ্যে ক্রিকেটীয় সম্পর্ককে আরও জোরদার করবে এবং ক্রিকেট ভক্তদের মানসম্পন্ন বিনোদন প্রদান করবে।'

আরব আমিরাতের বিপক্ষে খেলে আগামী ২১ মে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে তারা। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ২৫ ও ২৭ মে প্রথম দুটি ম্যাচ হবে। পরের তিনটি ম্যাচ ৩০ মে, ১ জুন ও ৩ জুন গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia returns home from London

Tarique's wife Zubaida Rahman and his late brother Arafat Rahman Koko's wife Syeda Sharmila Rahman accompanied her

50m ago