করোনাভাইরাস: অস্ট্রেলিয়ায় মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়াল
গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভিক্টোরিয়ায় ২৪ জন এবং নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ায় ১ জন করে মারা গেছেন।
২০২০ সালের জানুয়ারিতে এ মহামারি শুরুর পর থেকে অস্ট্রেলিয়ায় করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে বছরের শেষ নাগাদ মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ছাড়াতে পারে।
অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে ও টেরিটরির হাসপাতালগুলোতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে।
গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে ১০ হাজার ৫০৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
রাজ্যের ১৬ বছরের বেশি বয়সী প্রায় সবাই করোনা টিকার অন্তত দুই ডোজ টিকা নিয়েছেন। আর রাজ্যের ৬৮ শতাংশ ৩ ডোজ টিকা পেয়েছেন।
গত ৭ দিনে নিউ সাউথ ওয়েলস রাজ্যে ৭০ হাজারের বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে।
বর্তমানে গণপরিবহন, হাসপাতাল, বয়স্ক কেন্দ্র, উড়োজাহাজ এবং ক্রুজ টার্মিনালে ১২ বছরের বেশি বয়সীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক।
রাজ্যের চিফ হেলথ অফিসার কেরি চ্যান্ট বলেছেন, রাজ্যে করোনার চলমান ঢেউ জুলাইয়ের শেষে বা আগস্টের শুরুতে শীর্ষে উঠবে।
নিউ সাউথ ওয়েলসে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা বর্তমানে ১ হাজার ৭২৫ জন। এ বছর ২৮ এপ্রিলের পর এটিই সর্বোচ্চ সংখ্যা।
আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার্থে অস্ট্রেলিয়া বায়োসিকিউরিটি অ্যাক্ট বা জৈব নিরাপত্তা আইন সংশোধন করেছে।
৬ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশ বা বের হওয়ার সময় ভ্রমণকারীদের করোনা টিকা দেওয়া আছে কি না, তা জানাতে হবে না।
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments