দেশে করোনার নতুন উপধরন জেএন.১ শনাক্ত

করোনাভাইরাস
ছবি: সংগৃহীত

দেশে করোনার অমিক্রন ধরনের উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

নমুনা পরীক্ষায় পাঁচ জনের জেএন.১ শনাক্ত হয়েছে। তাদের কেউ দেশের বাইরে ভ্রমণ করেননি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন ডেইলি স্টারকে বলেন, 'পাঁচটি নমুনায় অমিক্রনের উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের করোনা রোগীদের নমুনা পরীক্ষার পর এই উপধরন শনাক্ত হয়েছে। তারা সবাই বাংলাদেশি। তারা বাংলাদেশের বাইরে ভ্রমণ করেননি কখনো।'

করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সের উন্মুক্ত তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে বাংলাদেশে করোনার জেএন.১ ধরন শনাক্তের খবর বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। তারা পাঁচজনের মধ্যে চারজনের তথ্য প্রকাশ করেছে।

জিআইএসএআইডি জানায়, এই চারজনের মধ্যে দুজন ঢাকা ও দুজন গাজীপুরের বাসিন্দা। চারজনের সবাই পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স ১২ বছর। বাকি তিন জন ১৮, ৫৬ ও ৫৮ বছর বয়সী।

Comments

The Daily Star  | English

Secretariat entry passes for all private individuals cancelled

Journalists' accreditation cards also cancelled until further notice

41m ago