১৮ মাসে ১৪ দফা বাড়ল জেট ফুয়েলের দাম

প্রতীকী ছবি: রয়টার্স

দেশে আবারও বেড়েছে জেট ফুয়েলের দাম। গত রোববার ৬ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম এখন লিটার প্রতি ১০৬ টাকা।

এ নিয়ে গত ১৮ মাসে ১৪ দফা জেট ফুয়েলের দাম বাড়ালো বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি।

করোনা মহামারিতে বিপর্যস্ত দেশের অ্যাভিয়েশন খাত যখন আবারও স্বাভাবিক হতে শুরু করেছে, এ অবস্থায় জেট ফুয়েলের দাম বাড়ানোয় আকাশপথে ভ্রমণ আরও ব্যয়বহুল হয়ে উঠবে এবং দিনশেষে যাত্রীদের এ বাড়তি খরচের ভার নিতে হবে।

এর আগে সর্বশেষ এপ্রিলে জেট ফুয়েলের দাম লিটার প্রতি ১৩ টাকা বাড়ানো হয়েছিল।

২০২০ সালের ডিসেম্বরে জেট ফুয়েলের দাম লিটার প্রতি ছিল ৪৮ টাকা।

এ খাত সংশ্লিষ্টরা জানান, একটি ফ্লাইট পরিচালনা খরচের ৪৬ শতাংশ পর্যন্ত জ্বালানিতে ব্যয় হয়।

দেশের বিভিন্ন এয়ারলাইনস সূত্রে জানা যায়, গত ১৮ মাসে জেট ফুয়েলের দাম ১৩০ শতাংশ বেড়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মুখপাত্র কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'একটি উড়োজাহাজ পরিচালনা ব্যয়ের ৪০-৪৬ শতাংশ জ্বালানিতে খরচ হয়। জেট ফুয়েলের দাম বৃদ্ধির কারণে যাত্রীদেরই অতিরিক্ত খরচের বোঝা বহন করতে হবে।'

নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেসবাহ উল ইসলাম বলেন, 'বর্তমান পরিস্থিতিতে আমাদের টিকে থাকাটাই হুমকির মুখে পড়বে।'

জানতে চাইলে বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ ডেইলি স্টারকে বলেন, 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমানে সব পণ্যের দাম বেড়েছে। এতে জেট ফুয়েলের দামও বেড়েছে। আমরা জেট ফুয়েল উৎপাদন করি না। আমাদের আমদানি করতে হবে। তাই, জেট ফুয়েলের স্থানীয় দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য করতে হয়।'

তিনি বলেন, 'ভারতের দামের তুলনায় আমাদের দেশে এখনো জেট ফুয়েলের দাম কম।'

Comments

The Daily Star  | English

Constitution should be updated

Dr Kamal Hossain, emeritus president of Gono Forum, yesterday recommended updating the constitution.

13m ago