আবার বাড়ল জেট ফুয়েলের দাম, প্রতি লিটার এখন ১১৮ টাকা

জেট ফুয়েল

দেশের বাজারে জেট ফুয়েলের দাম আবার বাড়ানো হয়েছে। 

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড আজ বৃহস্পতিবার জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৬ টাকা বাড়িয়েছে।

অভ্যন্তরীণ এয়ারলাইনসগুলোকে এখন থেকে প্রতি লিটার ১১৮ টাকা দরে জেট ফুয়েল কিনতে হবে।

গত ২৭ মাসে এ নিয়ে ১৮ দফা জেট ফুয়েলের দাম বাড়াল পদ্মা অয়েল।

২০২০ সালের ডিসেম্বরে প্রতি লিটারের দাম ছিল ৪৮ টাকা।

স্থানীয় এয়ারলাইনসগুলো বলছে, আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দাম স্থিতিশীল থাকার পরও অযৌক্তিকভাবে এখানে দাম বাড়ানো হলো। এতে অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীদের খরচ আরও বেড়ে যাবে।

একটি ফ্লাইট পরিচালনার খরচের ৪৬-৫০ শতাংশ খরচ হয় জ্বালানিতে।

দেশের দুটি বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলা ও নভোএয়ার সূত্রে জানা গেছে, দেড় বছর আগে একটি অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিটের দাম ছিল আড়াই হাজার টাকা বা তার কিছু বেশি। তবে জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় বর্তমানে টিকিটের দাম বেড়েছে দুই থেকে তিন গুণ। 

 

Comments

The Daily Star  | English
rise of foreign investment in Bangladesh

Bangladesh draws growing attention of foreign investors

Says Uber official in an interview with The Daily Star

12h ago